চট্টগ্রামের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর ধরা

চট্টগ্রামের কোতোয়ালী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কুতুব উদ্দিন নামে এক ব্যক্তিকে ১৪ বছর পর গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১১টায় তাকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয় শনিবার (২০ মে) আড়াইটার সময়।

গ্রেপ্তার হওয়া কুতুব চট্টগ্রামের চন্দনাইশের বাইনঝুড়ি এলাকার মৃত ডা. গোলাম মাওলার ছেলে।

জানা গেছে, ২০০৭ ও ২০০৯ সালে কুতুব উদ্দিন কোতোয়ালি থানা এলাকায় পুলিশের হাতে আফিম এবং কোকেন নিয়ে গাড়িসহ আটক হয়। পরবর্তীতে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। মামলা রুজুর কয়েকমাস পর কুতুব জামিনে বের হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় আদালত পৃথক দুটি মামলায় কুতুব উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুব উদ্দিনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

Yakub Group

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!