অস্বাস্থ্যকর পরিবেশে ও ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মীদের দিয়ে খাবার তৈরি করে মধুবন সুইটস ইন্ডাস্ট্রি লিমিটেড। এজন্য তাদের তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া খাবারে অগ্রিম মেয়াদের তারিখ বসিয়ে বাজারজাত করার অপরাধে হোসেন ফুড অ্যান্ড কোম্পানি (ডায়মন্ড সেমাই অ্যান্ড নুডলস) নামের আরেকটি প্রতিষ্ঠান দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির লাইসেন্সও ছিল না।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নাসিরাবাদ ও খাতুনগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ফারহান ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য প্রস্তুত হচ্ছিল নাসিরাবাদের মধুবন সুইটস ইন্ডাস্ট্রিতে। এছাড়া অননুমোদিত রং, রাসায়নিকের (হাইড্রোজ) ও ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মীদের দিয়ে এসব খাদ্য তৈরি হচ্ছিল।
এছাড়া অভিযানে খাতুনগঞ্জের হোসেন ফুড অ্যান্ড কোম্পানি (ডায়মন্ড সেমাই অ্যান্ড নুডলস) নামের আরেকটি কারখানায় নানা অসঙ্গতি পাওয়া যায়।
এসব অপরাধে মধুবনকে তিন লাখ টাকা ও হোসেন ফুড অ্যান্ড কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
আরএ/ডিজে