চট্টগ্রামের ভাষা জানতে হবে রেড ক্রিসেন্ট সোসাইটির এই চাকরিতে

0

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজারের প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। কক্সবাজারে পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) প্রকল্পে এই কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা

যোগ্যতা ও অভিজ্ঞতা

Yakub Group

ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ থেকে ডিপ্লোমা সার্টিফিকেটধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডেভেলপমেন্ট, হিউম্যানিটারিয়ান প্রজেক্ট, প্রোগ্রাম বা রোহিঙ্গা শিবিরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চট্টগ্রামের ভাষা জানা থাকতে হবে। রিপোর্ট লেখায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স

সর্বোচ্চ ৪৫ বছর। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

চাকরির ধরন

চুক্তিভিত্তিক (২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।)

কর্মস্থল

হেলথ পোস্ট, পিএমও, কক্সবাজার

বেতন

মাসিক ৪৯ হাজার ৫০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১২ মে ২০২২, বিকেল পাঁচটা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!