চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। এ ঘটনায় জড়িত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ।
এবার এ ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে ‘ময়ূরপঙ্খী’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটি প্রযোজনা করছে পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’।
গত সপ্তাহে সিনেমাটির জন্য চুক্তি সেরেছেন নির্মাতা। সিনেমাতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এখন মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হচ্ছেন নায়িকা।
২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে ১৪২ যাত্রী ও ৫ ক্রু নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয় বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী। বিজি-১৪৭ ফ্লাইট হিসেবে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ওই উড়োজাহাজটি মূলত চট্টগ্রাম হয়ে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে যাওয়ার কথা ছিল।
বিমানটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৫ হাজার ফুট ওপর দিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম ও ঢাকার মাঝামাঝি স্থানে যাত্রীর আসন ছেড়ে ককপিটের দিকে এগিয়ে যান এক ব্যক্তি। বিমানের এক ক্রুর কাছে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন তাকে এবং সঙ্গে সঙ্গে পিস্তল ও বোমাসদৃশ দুটি বস্তু বের করে বলেন, ‘আমি বিমানটি ছিনতাই করব। আমার কাছে পিস্তল ও বোমা আছে। ককপিট না খুললে আমি বিমান উড়িয়ে দেব।’
এর মধ্যে অন্য কেবিন ক্রুরা ককপিটে থাকা পাইলট ও সহকারী পাইলটকে গোপনে সাংকেতিক বার্তা দেন যে, উড়োজাহাজে অস্ত্রধারী আছে, এটি ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে। বিমানটি ওই দিন বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। এরপরই দ্রুত ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।