চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. মহিউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন ডা. মো. মহিউদ্দীন।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ২৫ তম ব্যাচের শিক্ষার্থী। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৮৯ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি।

সোমবার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে যোগদানের আদেশ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্যাহকে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিসসে (বিআইটিআইডি) পদায়ন করা হয়।

এর আগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন ডা. মহিউদ্দিন। এ ছাড়াও কক্সবাজার জেলা সদর হাসপাতাল, কক্সবাজার মেডিকেল কলেজ, কেন্দ্রীয় ওষুধাগার, ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।

ডা. মহিউদ্দিন ১৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিতে যোগ দেয়ার পর ডা. মহিউদ্দিন চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

Yakub Group

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!