কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবার রাজপথে নেমে এলেন চট্টগ্রামের বিচারকরাও। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়া পুনাক ভবনের সামনে ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেন চট্টগ্রামে ১০০ বিচারক।
মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিচারকরা।
সমাবেশে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সারা বাংলাদেশ বিক্ষুব্ধ। বিচারকরা বাংলাদেশের নাগরিক। এই প্রতিবাদ তারই অংশ। বিচারকরা বিচার করবে, সাথে প্রতিবাদও করবে। নাগরিক হিসেবে বিচারকেরও দায়িত্ব আছে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার।’
তিনি আরও বলেন, ‘আজ চট্টগ্রামের ১০০ বিচারক প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। তারা দেশ ও জাতিকে জানাতে চাচ্ছে যে, বিচারকরা শুধু বিচার নয়, প্রতিবাদও করতে জানে। জাতির জনকের প্রশ্নে বিচারকদের কাছে কোনো আপস নেই। সংবিধান জাতির জনকের সম্মান অক্ষুণ্ন রাখার জন্য বিচারকদের দায়িত্ব দিয়েছে।’
মানববন্ধনে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, সিএমপি কমাশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, আঞ্চলিক পাসপোর্ট অধিদফতরের পরিচালক আবু সাঈদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতনরা। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন প্রতিবাদ সভা সঞ্চালনা করেন।
এআরটি/এমএহক