চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ডিপো থেকে অবিস্ফোরিত দুটি কামানের গোলা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বার আউলিয়া এলাকার বিএসআরএম ডিপো থেকে আমদানিকৃত লোহার স্ক্র্যাপ থেকে কামানের এই গোলা দুটি উদ্ধার করা হয়।
এরপর চট্টগ্রাম থেকে বোমা ডিসপোজালের একটি টিম এসে কামানের গোলা নিষ্ক্রিয় করেন।
স্থানীয়রা জানান, কামানের গোলাগুলো নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।
এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েই আহমেদ বলেন, ‘বিএসআরএম কর্তৃপক্ষ বিদেশ থেকে আমদানিকৃত স্ক্র্যাপ লোহার মধ্যে দুটি কামানের গোলা দেখতে পেলে ডিপোর ম্যানেজার এসএম আবু ইউসুফ থানায় একটি জিডি করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটনের বোমা ডিসপোজালের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।’
এদিকে বোমা ডিসপোজাল গ্রুপের ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, ‘ভেনিজুয়েলা থেকে আমদানিকৃত স্ক্র্যাপের মধ্যে ১০৫ মিলিমিটার ক্ষমতা সম্পন্ন তাজা এই কামানের গোলাগুলো পাওয়া গেলে আমরা তা নিষ্ক্রিয় করতে সক্ষম হই। ভাগ্যক্রমে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।’
ডিজে