চট্টগ্রামের বায়েজিদে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

0

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সোমবার (২৪ জুন) পাঁচটায় কবিতা রাণী (২২) নামের এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছেন বায়েজিদ থানা পুলিশ।

নিহত রাণীর স্বামী মিঠুন পুড়িও পুলিশ কনস্টেবল। দুজনেই পুলিশ লাইনে কর্মরত বলে জানিয়েছেন বায়েজিন থানা পুলিশ।

সূত্র জানায়, মিঠুন বিকেলে বাসায় এসে অনেক্ষণ ধরে দরজায় নক করে কোন সাড়া শব্দ না পেয়ে ভবনের দারোয়ানকে ডেকে আানেন। দরোয়ানও অনেক্ষণ ডাকার পর কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।

s alam president – mobile

বায়েজিদ থানা পুলিশ ওসি আতাউর রহমান খন্দকার জানান, নিহত রানীর স্বামী মিঠুন পুড়ির দেওয়া খবরের ভিত্তিতে বিকেল পাঁচটায় কানন চক্রেসো আবাসিক এলাকার সুলাইমান ম্যানশনের দ্বিতীয়তলার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে কবিতা রাণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল বলে জানা যায়।

প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে আত্মহত্যার কারণ জানা যাবে বলে জানান।

এমসি/এসএস

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!