চট্টগ্রামের বাণিজ্য মেলায় স্টল থেকে চাঁদা না পেয়ে এক যুবককে ছুরি মেরে খুন করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুন) ভোরে কাজীর দেউড়ি এলাকায় ২ নম্বর গলিতে এই ঘটনায় ঘটে।
নিহত যুবকের নাম মো. মঈনউদ্দিন (৩০)। তিনি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় থাকতেন। আহত মো. মোবারক (২৭) কাজীর দেউড়ি এলাকার বাসিন্দা।
হামলাকারীর সন্ত্রাসীর নাম আবু আহমেদ বাবু ওরফে পিস্তল বাবু। তিনি কাজির দেউড়ি এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কাজির দেউড়ি, স্টেডিয়াম ও সিআরবি এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
ছুরিকাঘাতের পর দুজনকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঈনউদ্দিনকে মৃত ঘোষণা করেন। মোবারক ওই হাসপাতালে ভর্তি আছেন।
মঈনউদ্দিনের স্বজনরা জানান, ওই বিরোধের জের ধরে ভোরের দিকে বাবু দুজনকে ছুরিকাঘাত করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল বসানো নিয়ে মঈনউদ্দিন ও মোবারকের সঙ্গে কাজির দেউড়ির আবু আহমেদ বাবুর বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জেনেছি।’
বাবুকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি।
আরএম/ডিজে