চট্টগ্রামের বাজারে সপ্তাহ ঘুরতেই বাড়লো সবজির দাম

0

সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম নগরীর বাজারগুলোতে হঠাৎ বেড়েছে শীতকালীন সবজির দাম। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি প্রায় ৫-১০ টাকা বেড়ে গেছে। বেশিরভাগ শীতকালীন সবজি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। এদিকে বাজারে সরবরাহ কমার কারণে সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানান বিক্রেতারা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি কাঁচাবাজারসহ বিভিন্ন সবজি বাজার ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।

নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন, পেঁয়াজ পাতা, গাজরসহ দুয়েক পদের সবজির দাম কেজিপ্রতি ২-৫ টাকা কমলেও উর্ধ্বমুখী দাম বেশিরভাগ শীতকালীন সবজির। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বর্তমান বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শিম কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায় যা গত সপ্তাহে ছিল ৪৫-৫০ টাকা, মুলা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায় যা গত সপ্তাহে ছিল ২৫-৩০ টাকা, আলু কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা যা গত সপ্তাহে ছিল ২৫-৩০ টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায় যা গত সপ্তাহে ছিল ২৫-৩০ টাকা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায় যা গত সপ্তাহে ছিল ২০-২৫ টাকা, করলা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায় যা গত সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা।

বাজারে আসা ক্রেতারা অভিযোগ করে বলছেন, বছরের অন্য সময়গুলোতে বেশি দামেই সবজি কিনতে হয়। অথচ সবজির ভরা মৌসুমেও বিক্রেতারা নানা অজুহাতে ক্রেতার পকেট কাটছেন।

s alam president – mobile

চকবাজারের সবজি বিক্রেতা বোরহান উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাজারে সরবরাহ কম থাকলে দাম এমনিতেই বেড়ে যায়। যখন কমদামে সবজি নিই তখন তো কম দামেই বিক্রি করি।’

তবে চট্টগ্রাম নগরীর সাবএরিয়া, দেওয়ানবাজার, জামালখান এলাকাসহ অস্থায়ী ছোট বাজারগুলোতে দামের কিছুটা তারতম্য লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, বাজারে তেমন পরিবর্তন নেই মাছের দামে। বাজারে প্রতিকেজি চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকায়, কোরাল ৪৫০-৫৫০, লইট্টা ১০০-১২০, রুই ২০০-২৫০, তেলাপিয়া ১২০-১৫০, পাঙ্গাস ১০০-১৫০, রূপচাঁদা ৩০০-৪০০ তবে মাছের আকার ও বাজারভেদে তারতম্য লক্ষ্য করা যায় দামেও।

Yakub Group

এছাড়াও দেশি মুরগীর দাম কিছুটা কমে বর্তমান বাজারে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৫০-৩৬০ টাকায়। অন্যদিকে গত সপ্তাহের মতোই আছে ব্রয়লার মুরগির মূল্য তালিকা- কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকা, সোনালী মুরগী ২২০-২৫০ টাকা। গরুর মাংস ৫৫০-৬৫০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০-৮০০টাকায়।

এএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!