চট্টগ্রামের বাকলিয়া থেকে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

0

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকার একটি পরিত্যাক্ত কলোনির মুখে ঝুপড়ির ভেতর থেকে দেশি অস্ত্রসহ মো. আব্দুস সোবহান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার পুলিশ টিম একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন।

গ্রেপ্তারকৃত মো. আব্দুস সোবহান (৩১) নগরের বাকলিয়া থানার মো.নুরুল ইসলাম প্রকাশ লম্বা ইসলামের ছেলে।

s alam president – mobile

ওসি মো. নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করে তার দেহ তল্লাশি করলে প্যান্টের পিছনে গোজানো অবস্থায় একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি দেশি এলজি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আবদুস সোবহান বাকলিয়া থানায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় পালিয়ে গা ঢাঁকা দিয়েছিলেন। মঙ্গলবার (২৫ জুন) তিনি বাকলিয়া থানা এলাকায় এলে আমরা তাকে গ্রেপ্তার করি।

গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আবদুস সোবহান বাকলিয়াসহ নগরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করত। তার নামে নগরের একাধিক থানায় মামলা রয়েছে।

ওই ঘটনায় বাকলিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Yakub Group

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!