সংবাদ সংগ্রহে প্রতিদিনিই রাত কি দিন, ক্যামেরা হাতে ঘটনার পেছনে ছুটে চলা ফটো সংবাদিকদের। সারাদিনের এই ক্লান্তি ভুলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) চট্টগ্রামের সদস্যরা মেতে উঠেছে আনন্দ ভ্রমণে।
শুক্রবার (২৬ জানুয়ারি) ছুটির দিনে শীতের সকালে প্রকৃতির কাছাকাছি নৌকায় কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে বাংলাবাজার ঘাট থেকে নদীপথে যাত্রা শুরু হয়। এসময় গান, আড্ডায় মেতে উঠেন সংগঠনের সদস্যরা।
এই আয়োজন সফলে সহযোগিতা করেন কাপ্তাই চন্দ্রঘোনা কেবিএম’র সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবি ,কাপ্তাই পূর্বকোণ প্রতিনিধি কবির হোসেন এবং প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি অর্ণব মল্লিক।
এছাড়া আয়োজন সর্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম, মঞ্জুরুল কাদের মঞ্জু, সভাপতি মোস্তাফিজ রহমান ও সাধারণ সম্পাদক মিয়া আলতাফ। এতে অংশ নেয় সংগঠনের সকল সদস্য।