চট্টগ্রামের প্রধান সড়কে ব্যাটারি রিকশা চলাচলে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এসব রিকশা সড়কে দেখলেই জব্দ করা হবে।

রোববার (৮ সেপ্টেম্বর) সিএমপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ।

এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। সেই সুযোগে নগরীর প্রতিটি প্রধান সড়কে চলাচল করতে দেখা যায় নিষিদ্ধ অটোরিকশা। দ্রুতগতি, অদক্ষ ও শিশু চালকদের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় এই রিকশাগুলো। এছাড়া যত্রতত্র পার্কিং করে নগরজুড়ে যানযটের অন্যতম কারণও এসব রিকশা। তাই এক মাস পর প্রধান সড়কে এসব গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সিএমপির ট্রাফিক বিভাগ।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm