চট্টগ্রামের পুলিশ বক্সে বোমা হামলার মাস্টারমাইন্ড সেলিম আটক

‘নব্য জেএমবি’র সামরিক কমান্ডার ও ২ নম্বর গেইট পুলিশ বক্সে বোমা হামলার মূল পরিকল্পনাকারী মো. সেলিমকে (৩৩) পুলিশের হাতে আটক হয়েছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টায় আকবর শাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট।

সেলিম লোহাগাড়ার মীরপাড়ার মৃত আবু তালেবের ছেলে। তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে আদালত সূত্র চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছে।

এই ঘটনা দায়ের হওয়া মামলায় ইতিপূর্বে গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে ৯ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

তাদের ৮ জনই জবানবন্দিতে সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে বলে জানা গেছে।

এদিকে “নব্য জেএমবি’র” সামরিক কমান্ডার ও ২ নম্বর গেইট পুলিশ বক্সে বোমা হামলার মূল পরিকল্পনাকারী মো. সেলিমকে (৩৩) জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেনাজ রহমানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm