চট্টগ্রামের পাহাড়তলীর রাস্তায় মিললো হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে রাসমনী ঘাটের উত্তরে সাগরপাড় লিংক রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুবকটির পিছন থেকে হাত-পা বাঁধা ছিল, শরীরেও আঘাতের চিহ্ন ছিল।

এ বিষয়ে পাহাড়তলী থানার এস আই আখতারুজ্জামান সোহাগ জানান, ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের হাত-পা বাধা অবস্থায় মরদেহ পাওয়া গেছে। শরীরে আঘাতেরও চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই সোহাগ।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm