চট্টগ্রামের পাঁচ লাখ শিশু পেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বাদ পরলে খাওয়ানো যাবে নগর স্বাস্থ্য কেন্দ্রে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নগরীর ৪১টি ওয়ার্ডে ১ হাজার ৩২১টি জায়গায় শিশুদের একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১জুন) সকাল সাড়ে ৮টা থেকে সিটি কর্পোরেশন পরিচালিত প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়। যা চলে বিকাল ৪টা পর্যন্ত।

যদি কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে না পারে, পরে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে তা বিনামূল্যে পাওয়া যাবে বলে জানান মেয়র রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ৭টি ইপিআই জোনের আওতায় থাকা ৪১টি ওয়ার্ডে ১ হাজার ৩২১ কেন্দ্রে বিনামূল্যে খাওয়ানো হয় এই ক্যাপসুল।

৬-১১ মাসের ৮৫ হাজার শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২-৫৯ মাসের শিশু ৪ লাখ ৬০ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে ক্যাম্পেইন চলাকালে যে সকল শিশু বাদ যাবে, তাদের পরে শুধুমাত্র স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র ও ইপিআই কেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন চলাকালে জন্মের এক ঘণ্টার মধ্যে শাল দুধ এবং ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ পান করাতে পুষ্টিবার্তাও প্রচার করা হয়।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm