বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ ডিসেম্বর) চট্টগ্রামসহ সারা দেশের ছয়টি স্থানে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। চট্টগ্রাম ছাড়াও এর মধ্যে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, মোংলা ও বরিশাল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট এবং নৌবাহিনীর ঘাঁটিতে জাহাজগুলো দেখার সুযোগ দেওয়া হবে।
বুধবার (১৪ ডিসেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান, ঢাকায় বিআইডব্লিউটিএ’র আওতাধীন সদরঘাটে নৌবাহিনীর জাহাজ বানৌজা অদম্য, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে বানৌজা অতন্দ্র, খুলনা বিআইডব্লিউটিএ স্কিড ঘাঁটতে বানৌজা চিত্রা, মোংলা দিগরাজ নেভাল জেটিতে বানৌজা করতোয়া ও বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটিতে বানৌজা যমুনা নৌ-জাহাজ উন্মুক্ত করা হবে।
এতে আরও জানানো হয়, চট্টগ্রামের নেভাল জেটি নিউমুরিং, ঢাকার বিআইডব্লিউটিএ সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটি, খুলনার বিআইডব্লিউটিএ রকেট ঘাট, মোংলার দ্বিগরাজ নেভাল বার্থ এবং বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
সিপি