চট্টগ্রামের নিমতলায় ২০০ মানুষকে কম্বল দিলেন যুবলীগ নেতা দেবু

চট্টগ্রাম নগরীর হালিশহরের নিমতলায় ২০০ শীতার্ত মানুষকে কম্বল দিয়েছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর নিমতলার এস কে কনভেনশন হলে এসব কম্বল বিতরণ করা হয়।

দেবাশীষ পাল দেবু বলেন, ‘মানবতার সেবা ও বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবলীগ একসঙ্গে কাজ করবে। শীতার্ত মানুষের জন্য আমরা শীতবস্ত্র নিয়ে এসেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায়, এজন্য সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকতে হবে।’

যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলার সভাপতিত্বে ও যুবলীগ নেতা আলী নুর রুবেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নিমতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইকবাল, সাধারণ সম্পাদক রিফাত আলম, আওয়ামী লীগ নেতা কায়সার তালুকদার, মো. দিদার উদ্দিন, মো. জাহাঙ্গীর সৈয়দ, মো. মাসুদুল আলম জিকু, মহানগর যুবলীগ নেতা ফরহাদ আব্দুল্লাহ, সাজ্জাদ আলী জুয়েল, মোশারফ হোসেন শাবলু, শাহাজাহান বাপ্পী, সরোয়ার হোসেন, মো. সাজিবুল ইসলাম সজিব, মো. কায়সার, আবু নাসের জুয়েল।

আরও উপস্থিত ছিলেন মো. বেলাল হোসেন, মো. ওমর ফারুক,জাবেদ উদ্দিন,মো. ফরিদ, মো. জাবের, মো. বাদশা, মো. শাহরিয়া আলম মিন্টু, ইমরান জনি, ইউসুফ সানি, শাহানেওয়াজ শাকিন, সাজ্জাদ হোসেন, ইব্রাহীম খলিল সাদ্দাম, জাবেদ খান জুয়েল, হোসনে মুরাদ মাহিন, আরিফুল হক, মো. আল আমিন, আবুল হাসনাত সায়মন, মাসুদ আরফাত, আব্দুল ফারুক লিটন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm