চট্টগ্রাম নগরীর খুলশীর নাসিরাবাদ আবাসিক এলাকার অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘নাসিরাবাদ আবাসিকে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেন। আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
আরএ/এমএফও