চট্টগ্রামের নাছির খাল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রামের বন্দর এলাকার নাছির খাল থেকে মো. শহিদুল ইসলাম নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ জুন) সকাল পৌনে ১১টার দিকে বন্দরের আবিদার পাড়া এলাকার নাছির খাল থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রের নাম মো. শহিদুল ইসলাম (৭)। সে নোয়াখালীর কবিরহাট সুন্দরপুর এলাকার রিকশাচালক আকবর হোসেনের ছেলে। শহিদুল ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

তবে বর্তমানে তার পরিবার নগরীর ডবলমুরিং থানার বিল্লাপাড়া এলাকায় জাহাঙ্গীরের ভাড়া বাসায় থাকে।

জানা গেছে, শনিবার ঘর থেকে বের হওয়ার পর শহিদুল আর ফিরেনি। এরপর পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। এর মধ্যে রোববার পাশের নাছির খালে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার বলেন, শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল শিশুটি। থানায় জিডি করার আগেই নাছির খালে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের জানায়। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm