নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ট্রাকের নিচে চাপা পড়ে চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১১ জন। এদের মধ্যে সিএনজিচালক ও বাইক আরোহীও রয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহ আমানত সেতুর টোলপ্লাজার আগে ওভারব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। চট্টমেট্রো ট-১১১৩৪৭ নম্বরের ট্রাকটি ইটবোঝাই ছিল।
শিমুল ভট্টাচার্য নামের এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে ১১টার দিকে শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) পার হয়ে চাক্তাইমুখী একটি ইটবোঝাই ট্রাক সামনে থাকা মাছবোঝাই একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে মাছের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন পেছনে থাকা ইটভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়ানো সিএনজি অটোরিকশা চাপা দিয়ে, মদিনা হোটেলের পাশে টিন দিয়ে ঘেরা দুটো কুলিং কর্নারের ঢুকে পড়ে। এ সময় বৈদ্যুতিক একটি পিলারেও আঘাত করে ট্রাকটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি একপর্যায়ে সড়কের পাশে থাকা ফলমূল বিক্রেতা ও হকারদের ওপর ওঠে যায়। ট্রাকটি এ সময় সিএনজিচালিত ট্যাক্সি, মোটরসাইকেল ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি দোকানেও ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় নিহতদের একজন মো. ফয়সাল (২২) নামের এক মোটরসাইকেল আরোহী। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাংলাপাড়া এলাকার মীর আহমদের ছেলে। শহর থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন ফয়সাল। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।
আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। এরা হলেন—চন্দনাইশ বরকলের এখলাছুর রহমান (৬০), কক্সবাজারের মো. হোসেনের ছেলে নিজাম (২৩), বিজয়নগরের মৃত ইব্রাহিমের ছেলে মো. রফিক (৪০), ষোলশহর সালাম কলোনির মৃত সৈয়দ আলীর ছেলে মতিয়ার (৪৫), চাঁদপুর ফরিদগঞ্জের ফজলুল হক মোল্লার ছেলে কাঞ্চন মোল্লা (৪৫)।