চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম

চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. তোফায়েল ইসলামকে। এর আগে তিনি কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক ছিলেন।

চট্টগ্রামের বর্তমান বিভাগীয় কমিশনার ড. মো. আবিদুর রহমানকে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে স্থানীয় সরকার বিভাগে।

সোমবার (১০ জুলাই) জনপ্রশাসনের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আবিদুর রহমানকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে বিভাগীয় কমিশনার হিসেবে কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক মো. তোফায়েল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

মো. তোফায়েল ইসলাম ১৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডার। তিনি গত ২৭ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে তোফায়েল ইসলাম নৌপরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও জননিরাপত্তা বিভাগে উপসচিব ও যুগ্মসচিব, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Yakub Group

সিএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!