চট্টগ্রামের দুই হাসপাতালের দুঃস্থ কর্মচারীদের পাশে দাঁড়াল আবুল খায়ের গ্রুপ

চট্টগ্রামের বেসরকারি রয়েল হাসপাতাল ও বেলভিউ ডায়াগনস্টিক সেন্টারের দেড়শো জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর পাশে দাঁড়িয়েছে আবুল খায়ের গ্রুপ। আগামী ১৫ দিন চলার সমপরিমাণ চাল-ডাল-তেলসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য সহায়তা দেওয়া হয়েছে গ্রুপের পক্ষে।

রোববার (১০ মে) আবুল খায়ের গ্রুপের পরিচালক শাহ শফিকুল ইসলাম করোনাভাইরাস পরিস্থিতিতে নিম্ন আয়ের এ কর্মচারীদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে এ সহায়তা প্রতিষ্ঠান দুটির পরিচালকদের তুলে দেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ও প্রতিষ্ঠান দুটির পরিচালক ডা. আসিফ খান কর্মচারীদের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। বিরাজমান পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ রোধ ও খাদ্য নিরাপত্তার স্বার্থে আবুল খায়ের গ্রুপের পক্ষে এ সহায়তা দেওয়া হল। আগামীতেও দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে থেকে সেবা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন আবুল খায়ের গ্রুপের পরিচালক।

হাসপাতাল দুটির কর্মচারী ও স্বাস্থ্যসেবাদানকারী এসব লোকজন খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে আবুল খায়ের গ্রুপের কৃতজ্ঞতা জানিয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm