s alam cement
আক্রান্ত
৭৫৩৬৩
সুস্থ
৫৩৮৯৮
মৃত্যু
৮৮৫

চট্টগ্রামের দুই পৌরসভায় ইভিএম, একটিতে ভোট ব্যালটে

১৪ ফেব্রুয়ারি ৫৬ পৌরসভায় ভোট একযোগে

0

আগামী ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রামে রয়েছে তিন পৌরসভা। অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের একটি করে পৌরসভায়ও ভোটগ্রহণ চলবে একই দিনে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর রবিবার (৩ জানুয়ারি) চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী চট্টগ্রামের সাতকানিয়া ও পটিয়ায় ইভিএমে ভোট নেওয়া হবে। অন্যদিকে চন্দনাইশ পৌরসভায় ভোট নেওয়া হবে ব্যালটে। বান্দরবান সদর ও রাঙ্গামাটি সদরে ইভিএমে ভোটগ্রহণ হবে, তবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় ভোট নেওয়া ব্যালটে।

সবমিলিয়ে ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৪ ফেব্রুয়ারি আরও যেসব পৌরসভায় ভোটগ্রহণ চলবে সেগুলো হলো— ঠাকুরগাঁও সদর (ইভিএম), রাণীশংকৈল (ব্যালট), রাজশাহীর নওহাটা (ব্যালট), গোদাগাড়ী (ইভিএম), তাহেরপুর (ব্যালট), লালমনিরহাট সদর (ইভিএম), পাটগ্রাম (ব্যালট), নরসিংদী সদর (ব্যালট), মাধবদী (ইভিএম), রাজবাড়ীর গোয়ালন্দ (ব্যালট), রাজবাড়ী সদর (ইভিএম), বরিশালের মুলাদী (ইভিএম), বানারীপাড়া (ব্যালট), শেরপুর সদর (ইভিএম) শ্রীবরদী (ব্যালট), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম), নাটোরের বড়াইগ্রাম (ব্যালট) ও সদর (ব্যালট), বাগেরহাট সদর (ইভিএম), সাতক্ষীরা সদর (ইভিএম), হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম), কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম), কিশোরগঞ্জের বাজিতপুর (ইভিএম), হোসেনপুর (ব্যালট), করিমগঞ্জ (ব্যালট), টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম), কালিহাতী (ব্যালট)।

এছাড়া আরও রয়েছে— পটুয়াখালীর কলাপাড়া (ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর (ব্যালট), আলমডাঙ্গা (ইভিএম), ফেনীর পরশুরাম (ইভিএম), চাঁদপুরের কচুয়া (ইভিএম), ফরিদগঞ্জ (ব্যালট), মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোনা সদর (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম), বাঘারপাড়া (ব্যালট), মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুর ডামুড্যা (ব্যালট), জামালপুরের মেলান্দহ (ব্যালট), ময়মনসিংহের ফুলপুর (ইভিএম) জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম), কালাই (ব্যালট), নোয়াখালীর চাটখিল (ইভিএম), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি (ইভিএম), ফরিদপুরের নগরকান্দা (ব্যালট) এবং সিলেটের কানাইঘাট (ব্যালট)।

Din Mohammed Convention Hall

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm