চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওষুধের ফার্মেসিতেই বিক্রি হয় ‘ফিজিশিয়ান স্যাম্পল’। এসব ওষুধ সাধারণ গ্রাহকদের মধ্যে বিক্রি নিষিদ্ধ হলেও নিয়ম মানছে না কেউ। এছাড়া মেয়াদহীন ও বেশি দামে বিক্রি হচ্ছে ওষুধ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েছে এসব অনিয়ম। অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া একই অভিযানে দুই সবজির দোকানিকে বেশি দামে সবজি বিক্রি করার দায়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে এসব অভিযান চালায় চট্টগ্রাম বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিতপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, ফিজিশিয়াল স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে কে সি দে রোডের উষা ফার্মেসিকে চার হাজার, মেয়াদ উত্তীর্ণ ও বেশি দামে ওষুধ বিক্রি করায় মেসার্স নিউ পপুলার ফার্মেসি ও ইজি ওয়ান ফার্মেসিকে ১৫ হাজার করে জরিমানা করা হয়।
এছাড়া একই অভিযানে নগরীর আসকার দীঘির বাজারে অতিরিক্ত দামে সবজি বিক্রি করায় জলিলের সবজির দোকান ও জাহিদের সবজির দোকানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, কাজির দেউড়ি বাজার, আন্দরকিল্লা ও কে সি দে রোড এলাকায় অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরএ/ডিজে