চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা জয়ের হাতে উঠল ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’

রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা জয় প্রকাশ ঘোষ। আইটি প্রফেশনাল ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পান।

গত ২৯ জুলাই রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটের মিলনায়নে জয়সহ ৩০ জন তরুণের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট ও ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনে আগামীতে নেতৃত্ব দেবেন এসব তরুণ।

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইয়ুথ গ্লোবাল অর্গানাইজেশনের চিফ প্যাট্রন সীমা হামিদ, ইয়ুথ গ্লোবাল জেনারেল সেক্রেটারি অন্তু করিম, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের ফাউন্ডার আরেফিন দিপু, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর শামীমা বিনতে জলিল।

সারাদেশ থেকে তরুণদের মেধা, দক্ষতা , প্রতিভা ও উদ্যোগ যাছাই–বাছাই করে এই পুরস্কার দেওয়া হয়।

জয় প্রকাশ ঘোষ চট্টগ্রামসহ বাংলাদেশে আইটি ফিল্ডে কম্পিউটার নেটওয়ার্কিং সেক্টরে তরুণদের ক্যারিয়ার গঠন করার লক্ষ্যে সফল উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। তিনি টেকনিউজ৩৬৫ এর প্রতিষ্ঠান ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

জয় প্রকাশ ঘোষ জানান, সাফল্য অর্জন করতে চাইলে তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে, সেগুলো হলো-নিজের ভালো লাগা থেকে সেক্টর নির্বাচন, একাগ্রতা ও দক্ষতা অর্জন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm