চট্টগ্রামের ড্রেনে পড়ে মৃত্যু, দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার একটি ড্রেনে পা পিছলে পড়ে নিখোঁজ সবজি বিক্রেতা সালেহ আহমেদ (৫০) ও আগ্রাবাদ মাজার গেট এলাকার খোলা ড্রেনে পা ফসকে পড়ে নিখোঁজের পর মারা যাওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়ার (১৯) পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানসহ ১৩ জনকে বিবাদী করা হয়েছে ওই লিগ্যাল নোটিশে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সিসিবি ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান সংশ্লিষ্টদের প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান। এ বিষয়ে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে এর আইনি প্রতিকার চেয়ে উচ্চ আদালত হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে আইনজীবীরা জানান।

আইনজীবী মো. আব্দুল হালিম বলেন, নোটিশে সালেহ আহমেদ ও বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়া ড্রেনে পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করেছে তা জানাতে বলা হয়েছে। ড্রেনে পড়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট বিবাদীরা তদন্ত করেছেন কিনা, ক্ষতিপূরণের বিষয়ে বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা তারও একটি প্রতিবেদন প্রকাশ করতে বলা হয়েছে।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মাজার গেট ও আগ্রাবাদ মোড়ের মাঝামাঝি এলাকায় ডায়মন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশের খোলা ড্রেনে পা ফসকে পড়ে নিখোঁজ হন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী সেহরীন মাহবুব সাদিয়া। গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নানা ও মামার সঙ্গে চশমা কিনে বাসায় ফেরার পথে ড্রেনে পড়ে নিখোঁজ হন তিনি। এর পাঁচ ঘণ্টা পরে তার লাশ উদ্ধার করা হয়।

অন্যদিকে গত ২৫ আগস্ট ৫০ বছর বয়সী সবজি বিক্রেতা সালেহ আহমেদ শহরের মুরাদপুর এলাকার একটি ড্রেনে পা পিছলে পড়ে যান। দমকলকর্মীরা তিন দিন উদ্ধার প্রচেষ্টা চালিয়েও তার মরদেহ খুঁজে পাননি। এরপর তারা উদ্ধার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। তার আগে গত ৩০ জুন ষোলশহর চশমা হিল এলাকাতেও এমন দুর্ঘটনায় দুজন মারা যান।

এসব ঘটনার দায় নিতে চায় না সিটি করপোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সরকারি দুটি সংস্থাই একে অন্যকে দোষারোপ করছে। তবে চট্টগ্রাম নগরীর নালা ও খালে একের পর এক মৃত্যুতে ক্ষুব্ধ নগরবাসী।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm