চট্টগ্রামের ডবলমুরিংয়ে মারামারিতে প্রাণ হারালো সিকিউরিটি গার্ড

চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ান হাট এলাকায় মারামারিতে ওসমান গনি (৪০) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ওসমান গনি ডভলমুরিং থানার দেওয়াহাট সরকারি কোয়ার্টারে বসবাস করতেন।

জানা গেছে, ডভলমুরিং থানার দেওয়ানহাট গুদামঘরের পাশে ওসমান গনির সাথে অন্য এক সিকিউরিটি গার্ড মারামারিতে লিপ্ত হন।

আহত অবস্থায় ওসমানকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm