চট্টগ্রামের ‘টাকার খনি’ গণপূর্ত ঠিকাদার সমিতির অফিসে কথিত যুবলীগ নেতার হামলা
পুলিশের হাতে ধরা হামলাকারী
চট্টগ্রামের আগ্রাবাদে গণপূর্ত কার্যালয়ে ঠিকাদারদের অফিসে হামলার অভিযোগ উঠেছে এক কথিত যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে একজনকে।
রোববার (৩০ জুন) দুপুর ২টার দিকে আগ্রাবাদের গণপূর্ত ভবনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ঠিকাদার জাহাঙ্গীর, মো. আমীর ও জালাল। তবে এদের মধ্যে কথিত যুবলীগ নেতা জালালকে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে।
জানা গেছে, টাকার খনি হিসেবে পরিচিত গণপূর্তের দরপত্রের সুবিধা নিতে মরিয়া রাজনৈতিক দুটি গ্রুপ। এদের মধ্যে একটি নিয়ন্ত্রণে এসএম পারভেজ, তিনি স্থানীয় এমএ লতিফের অনুসারী ও স্থানীয় যুবলীগ নেতা বলে পরিচিত। অপর গ্রুপটির নিয়ন্ত্রণে আছেন হাসান মজুমদার শাকিল। তিনি নগর ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং গণপূর্তের ঠিকাদার। তবে পারভেজ নিজেকে আলতাফ হোসেন বাচ্চুর অনুসারী হিসেবেও পরিচয় দেন।
আরও জানা গেছে, ২০২১ সালের আগ পর্যন্ত গণপূর্তের নিয়ন্ত্রণ ছিল পারভেজ সিন্ডিকেটের হাতে। তৎকালীন নির্বাহী প্রকৌশলী হাসান ইবনে কামালের কক্ষে ঢুকে তাণ্ডব ও প্রাণে মারার হুমকি দিয়ে পারভেজ গ্রেপ্তারও হন। এরপর থেকেই প্রভাব কমতে থাকে তার। এক সময় তিনি নীরব হয়ে যান। তখনই সরব হয় শাকিল সিন্ডিকেট। পারভেজের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী কয়েকজন ঠিকাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার আগে গণপূর্তের ঠিকাদার অফিসে ঠিকাদার জাহাঙ্গীর ও সরকারি এক কর্মকর্তা বসে কথা বলছিলেন। এমন সময় পারভেজের অনুসারী হিসেবে পরিচিত ‘দাতলা’ সুমন ও জালাল অফিসে ঢুকেই উপস্থিত দুজনের উপর চড়াও হন। তারা ওই দুইজনকে মারধর করেন এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জালাল আটক হন।
আরও জানা গেছে, এর আগে আহত জাহাঙ্গীর একটি ঠিকাদারি কাজ পান। সেকাজ থেকে কমিশন চেয়ে বসেন পারভেজ। কমিশন না পেলে কাজ করতে না দেওয়ার হুমকি দেন তিনি। কিন্তু জাহাঙ্গীর তাকে কমিশন না দিয়ে উল্টো পুলিশের কাছে অভিযোগ দেন। সেই ক্ষোভ থেকেই জাহাঙ্গীরকে একা পেয়ে হামলা করেন পারভেজ।
যদিও হামলার নেপথ্যে থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন এসএম পারভেজ। তিনি বলেন, ‘আমি সেখানে ব্যবসাও করি না, যায়ও না গত তিন বছর ধরে। যাদের নাম বলা হচ্ছে, তাদের কাউকেই আমি চিনতে পারছি না। বরং শাকিলের অনুসারীরা তাদের ওপর হামলা করেছেন।’
গণপূর্তের সম্মেলন কক্ষে বসে ব্যক্তিগত বিচার ও প্রকৌশলীর চেয়ারে বসে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব ঘটনা অনেক আগের, ২০২১ সালের। এখন আমি সেখানে যাইও না।’
এ বিষয়ে জানতে চাইলে হাসান মজুমদার শাকিল বলেন, ‘কিছু কিছু মিডিয়ায় খবর প্রকাশ করা হয়েছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ উল্লেখ করে। কিন্তু আজকের ঘটনায় আমাদের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। বরং এক ঠিকাদার ও সরকারি কর্মকর্তাকে একা পেয়ে পারভেজ হামলা করেছে।’
শাকিল আরও বলেন, ‘এর আগেও পারভেজ গণপূর্ত-১ এর অফিসে কর্মকর্তাদের ওপর হামলা চালায়, সেটি ২০১৮ বা ২০১৯ সাল হবে। এ ঘটনায় মামলাটি বর্তমানে পিবিআইয়ের কাছে তদন্তে আছে। পারভেজের নামে অন্তত ৮-১০টি মামলা আছে। আমার নামে একটি জিডিও পাবেন না।’
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জালাল নামের একজনকে আটক করি। যদিও এই ঘটনায় কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি।’
বিএস/ডিজে