চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলের কাঁচ ভেঙে মোবাইল চুরি, দুঃখ প্রকাশ করেই খালাস কর্তৃপক্ষ

চট্টগ্রাম নগরীর জুবলি রোড এলাকার হোটেল টাওয়ার ইনের একটি কক্ষের জানালার কাঁচ ভেঙে অতিথির মোবাইল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১২ আগস্ট) ভোরে হোটেলটির পঞ্চম তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। তবে হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর। পুলিশও বলছে, এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ তাদের কিছু জানায়নি।

ওই কক্ষে অবস্থান করছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সার্কুলেশন বিভাগে কর্মরত তৌফিক আহমেদ। তিনি বলেন, ‘অফিসের কাজে আমি চট্টগ্রামে আসি। শুক্রবার দুপুরে হোটেলের ৫০৬ নম্বর কক্ষে উঠি। কাজ সেরে রাত ১টার দিকে কক্ষে ঢুকে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি জানালার কাঁচ ভাঙা। আমার মোবাইল ফোনটি উধাও।’

তিনি বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না। তারা শুধু দুঃখ প্রকাশ করেছে। একটি আবাসিক হোটেলের এমন পরিস্থিতি দেখে নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসে।’

তৌফিক আহমেদ অভিযোগ করেন, ‘টাওয়ার ইন হোটেলের সহকারী ব্যবস্থাপক রাজীব চক্রবর্তী উল্টো খারাপ ব্যবহার করেছেন। তারা আইনি পদক্ষেপ না নেওয়ায় আমি কোতোয়ালী থানায় জিডি করেছি।’

নগরীর জুবলি রোডে অবস্থিত হোটেল টাওয়ার ইন তিন তারকা মানের হোটেল। এখানে প্রায় ১১০টি কক্ষ আছে। এছাড়া রেস্তোরাঁ ও বারও আছে। এই হোটেলে আগে ক্রিকেটাররা অবস্থান করতেন। গত মাসে ক্রিকেটার তামিম ইকবালও আলোচিত সংবাদ সম্মেলন এ হোটেলে করেছিলেন।

হোটেল টাওয়ার ইনের সহকারী ব্যবস্থাপক রাজীব চক্রবর্তী বলেন, ‘আমরা সকালে জানালা ভাঙা দেখেছি। আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো কিছু করার নেই।’

হোটেল টাওয়ার ইনের জেনারেল ম্যানেজার আবদুল বারীকে সন্ধ্যা ৬টার দিকে ফোন করলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জানি না। আমি ঢাকায় আছি।’

পরে অবশ্য ফোন করে তিনি জানান, ‘এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, তা দেখছি। আইনি পদক্ষেপ নিচ্ছি।’

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। হোটেল মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে হোটেল কর্তৃপক্ষকে মামলা করতে হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm