চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় হৃদয় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
খুনের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, আপাতত হৃদয় নামে এক যুবক হত্যার শিকার হয়েছেন। তবে হত্যা কান্ডের কারন জানাতে পারেনি পুলিশ।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে অসমর্থিক একটি সূত্র জানায় টাইগারপাস কেন্দ্রীক দুইটি রাজনৈতিক গ্রুপের কর্মীদের বিবাদে প্রাণ যায় হৃদয়ের।
বিএস/এমএমও