চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকার জিলাপি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে জিলাপি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় লালখানবাজারে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।
আরএ/ডিজে