চট্টগ্রামের গায়েবানা জানাজায় হাজার হাজার শিক্ষার্থী

কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ

পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে সারা দেশে নিহতদের স্মরণে চট্টগ্রামসহ সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের গায়েবানা জানাজায় হাজার হাজার শিক্ষার্থী 1

চট্টগ্রামে বুধবার (১৭ জুলাই) ৪টার দিকে নগরীর লালদীঘি মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হন।

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে নির্মমভাবে আমাদের পাঁচ ভাইকে গুলি করে হত্যা করেছে। আমরা হত্যার শাস্তি ও কোটা সংস্কার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।’

গায়েবানা জানাজা শেষে সমবেত শিক্ষার্থীরা মিছিল নিয়ে আন্দরকিল্লা পর্যন্ত যায়। ওই সময় তারা ‘মেধা না কোটা, মেধা মেধা’, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’ ‘সন্ত্রাসীদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে গায়েবানা জানাজার কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে মঙ্গলবার (১৬ জুলাই) চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরে একজন রয়েছেন। মঙ্গলবার দুপুরের পর চট্টগ্রাম ও ঢাকার বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েকশত মানুষ আহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে ময়নাতদন্ত শেষে চট্টগ্রামে নিহত তিনজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত ওই তিনজন হলেন— কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম, নোয়াখালীর বাসিন্দা মোহাম্মদ ফারুক এবং এমইএস কলেজের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm