চট্টগ্রামের খ্যাতনামা আলেম সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও দেওদীঘি কাছেমুল উলুম কওমি মাদরাসার সাবেক পরিচালক মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের পিতা। আগামীকাল বুধবার সকাল ১০টায় সাতকানিয়া উপজেলার মাদার্শা বাবুনগর প্রাইমারি স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের অন্য সন্তানদের মধ্যে মাওলানা জাহিদ হোসেন লাহোর জামিয়া আশরাফিয়ার শিক্ষক। আরেক ছেলে মাওলানা ড. সাদিক হোসেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা।
এদেকি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী, উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, পৌরমেয়র মোহাম্মদ জোবায়ের, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম উদ্দীন চৌধুরী, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন ও সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন।
এএইচ