চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ জুলাই) দুপুরে খুলশীর মধ্যম হাই লেভেল রোডের কাউছার পারভিন ভিলায় এ ঘটনা ঘটে।
ওই বাসা থেকে দুইটি ল্যাপটপ, একটি মোবাইল সেটসহ নগদ টাকা চুরি হয় বলে জানা গেছে।
সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বুধবার সকালে আমাদের বাসায় শাহাদাত নামে নতুন একজন রুমমেট উঠেন। নিজেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দেন তিনি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বলে জানান। সকাল ১০টার দিকে নতুন রুমমেটকে রেখে অন্য রুমমেটরা যার যার কাজে বেরিয়ে পড়েন।’
তিনি আরও বলেন, ‘বিকেল তিনটার দিকে কাজ শেষে বাসায় ফিরে দেখি আমার কক্ষের দরজায় তালা নেই। এরপর অন্য রুমমেটদের খবর দিই। পরে কক্ষে ঢুকে দেখি আমার লকারের তালা ভাঙা। সেখানে থাকা ল্যাপটপও নেই। এছাড়া আমার রুমমেট সাইফুল ইসলাম শুভ’র একটি ল্যাপটপ ও আবু তাহেরের একটি মোবাইলও নিয়ে যায় সে। আমাদের কিছু নগদ টাকাও চুরি হয়েছে।’
এই ঘটনায় খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে বলে জানান শাহাদাৎ হোসেন চৌধুরী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, ‘মধ্য হাই লেভেল রোডে চুরির কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’
এমএফও