চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ কর্মকর্তার অবৈধ সম্পদ, দুদকের মামলা

চট্টগ্রামের খুলশীর লালখানবাজার এলাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সদর দপ্তরে উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন মো. হাবিবুল্লাহ তালুকদার হিরু। এই দপ্তরে তিনি রয়েছেন প্রায় ৩০ বছর ধরে। দীর্ঘ এই সময়ে নানা অনিয়মে জড়ান তিনি। অবৈধ অর্থে গড়েছেন সম্পদও। তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রক্ষিতে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ উপরিচালক (সংযুক্ত) মো. ফজলুল বারী বাদি হয়ে এই মামলা করেন।

হাবিবুল্লাহ তালুকদার হিরু চট্টগ্রামের বোয়ালখালীরে পূর্ব গোমদন্ডী গ্রামের মৃত ওমর আলী তালুকদারের ছেলে। তিনি বর্তমানে নগরীর ডবলমুরিং থানার আবিদার পাড়ার থাকেন। তার স্ত্রীও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, চান্দগাঁও বিভাগের সিপাহী পদে কর্মরত।

জানা গেছে, ১৯৮৮ সালের ১৬ ফেব্রুয়ারি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সদর দপ্তর, চট্টগ্রামে এমএলএসএস পদে যোগদান করেন মো. হাবিবুল্লাহ তালুকদার হিরু। ১৯৯২ সালের ৫ মে সিপাহী হিসেবে পদোন্নতি পান। ২০১২ সালের ১৫ নভেম্বর উপপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে একই দপ্তরে কর্মরত আছেন।

তার বিরুদ্ধে ৩৭ লাখ ৩৩ হাজার ১৩১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

এমএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm