চট্টগ্রামের কাপাসগোলায় ওয়াসার পানিতে দুর্গন্ধ-ক্ষার, ভোগান্তিতে মানুষ

‘পানি মুখে নিলেই মনে হচ্ছে সব খসে পড়বে। পানি খেলে বুকের মধ্যে জ্বলে। এছাড়া রয়েছে দুর্গন্ধ। স্বাদ ক্ষারের মত কষ’— কথাগুলো বলছিলেন চট্টগ্রাম নগরীর কাপাসগোলা আব্দুল ওদুদ লাইন এলাকার বাসিন্দা রাজু বড়ুয়া।

শুধু রাজু বড়ুয়া নন, মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে ওয়াসার পানি নিয়ে ওই এলাকার বাসিন্দা সবার একই অভিযোগ।

রাজু বড়ুয়া আরও বলেন, ‘গতকাল থেকে ওয়াসার পানি পান করলে বুকে জ্বালাপোড়া হচ্ছে। পানি থেকে দুর্গন্ধ আসছে।’

কাপাসগোলা ছাড়াও নগরীর বিভিন্ন জায়গায় ওয়াসার পানি নিয়ে দুর্ভোগে আছেন নগরবাসী।

কাপাসগোলার অপর এক বাসিন্দা বলেন, ‘ওয়াসার এমন দুর্গন্ধ পানি ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়ে। রান্না করার জন্য পাশের একটি বাসার পাম্প থেকে পানি সংগ্রহ করতে হয়। খাবার পানি কিনে এনে ফিল্টার করে খাই দীর্ঘদিন ধরে।’

নাম প্রকাশ না করার শর্তে এক বাড়িওয়ালা জানান, ‘ওয়াসার পানি ব্যবহারের অনুপযোগী হলেও আমরা একপ্রকার বাধ্য হয়ে ব্যবহার করছি। মাস শেষে পানির বিল ঠিক সময়েই দিতে হয়।’

তবে নগরবাসীর এসব অভিযোগ মানতে নারাজ ওয়াসা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘ওয়াসার পানি নিয়মিত পরীক্ষা করা হয়। স্পেসিফিক কোনো এলাকার পানি দুর্গন্ধ হওয়ার খবর পেলে আমরা টিম পাঠিয়ে পানি নিয়ে এসে পরীক্ষা করে দেখব।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!