চট্টগ্রামের কাচ্চি ডাইনে নোংরা পরিবেশ, ২ শাখায় জরিমানা ১ লাখ ২০

চট্টগ্রাম নগরীতে কাচ্চি ডাইনের মুরাদপুর ও জিইসির মোড় শাখায় অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আরও চার প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও র‌্যাব-৭ এর উদ্যোগে এই অভিযানে চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হাসান। আরও উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, মো. জিল্লুর রহমান, নুর এ আলম মো. ফিরোজ, সজীব চৌধুরী।

অভিযানে কাচ্চি ডাইনের জিইসি মোড় ও মুরাদপুর শাখাকে ১ লাখ ২০হাজার টাকা, এশিয়ান কাবাব ও বিরিয়ানি হাউসকে ১ লাখ টাকা, মক্কা হোটেলকে ১ লাখ ৫০ হাজার টাকা, বাগদাদ হোটেল ও বিরানী হাইজকে ২ লাখ টাকা এবং খাবার মেলা রেস্তোরাঁকে ও বিরানি হাউসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হাসান বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মুরাদপুর ও জিইসির মোড়ের কাচ্চি ডাইন, জিইসির মোড়ে এশিয়ান কাবাব, আতুরার ডিপোর আল মক্কা হোটেল অ্যান্ড রেস্তোরাঁসহ মোট পাঁচ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm