চট্টগ্রামের করদাতাদের ফুল দিয়ে বরণ, ছাড় পেয়ে ফিরলেন হাসিমুখে

গৃহকরে ছাড় পেয়ে হাসিমুখে ফুল হাতে ঘরে ফিরছেন চট্টগ্রামের গৃহকরদাতারা। গণশুনানিতে অংশগ্রহণের জন্য ৩৪৯ ভবন মালিককে নোটিশ জারি করা হয়৷ এর মধ্যে ৩১৭টি আপিল চূড়ান্ত নিষ্পত্তি হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) পুরাতন নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অ্যাসেসমেন্ট রিভিউ বোর্ডের শুনানিতে ১৪, ১৫, ২১, ২২, ২৩ এবং ২৮ নম্বর ওয়ার্ডের করদাতারা গৃহকরের জন্য আপিল করে করছাড় পেয়ে সন্তুষ্ট হয়ে ঘরে ফেরেন আপিলকারীরা।

এই সময় করদাতারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে করদাতাদের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান৷

রাজস্ব সার্কেল-৫ এর আয়োজনে গৃহকরের আপিল বোর্ডে আসা করদাতাদের মেয়র ফুল দিয়ে বরণ করেন। এরপর মেয়র করদাতাদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহণ করেন৷

গৃহকরে ছাড় পেয়ে আফতাব কনকর্ড টাওয়ার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা অনেক বিভ্রান্তিকর কথা শুনে গৃহকর নিয়ে ভীত ছিলাম৷ পরে বিভিন্নজনের পরামর্শে সমিতির সবাই আপিল বোর্ডে আসলে এক লাখ ২০ হাজার টাকার ভ্যালুয়েশনকে মেয়র ৩০ হাজার টাকা করে দিয়েছেন।’

এই সময় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমি চট্টগ্রামের ছেলে। যে চট্টগ্রামের মানুষরা আমাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছেন, তারাই গৃহকর নিয়ে ভোগান্তিতে পড়বে, এটা আমি হতে দেব না। গৃহকর নিয়ে যে কোনো অভিযোগ সমাধানে আমি এই রিভিউ বোর্ড বসিয়েছি। কারো যদি গৃহকর বেশি হয়ে থাকে তবে আপনারা রিভিউ বোর্ডে আসুন এবং আমাকে জানান। আমি গৃহকর কমিয়ে দেব।’

তিনি বলেন, ‘আমি প্রতিটি ওয়ার্ডে শুনানি করে, কারো হোন্ডিং ট্যাক্স বেশি হলে তা সহনীয় করে দিচ্ছি। চট্টগ্রামের সন্তান হিসেবে আমি আপনাদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। আপনাদের করের টাকা আপনাদের নগরীর উন্নয়নেই ব্যয় হবে৷ আমি পুরো চট্টগ্রাম শহরকে ঢেলে সাজাচ্ছি৷ আপনারা সহযোগিতা করলে আমি নান্দনিক চট্টগ্রাম গড়ব। বর্তমানে জলাবদ্ধতা ও মশার যে প্রকট সমস্যা, তা সমাধানে কাজ করছি আমি। আপনারা বিশ্বাস রাখুন, চট্টগ্রাম বদলে যাবে।’

এই সময় রিভিউ বোর্ডে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম, মোহাম্মদ সলিম উল্ল্যাহ, মোহাম্মদ জাবেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর আনজুমান আরা, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm