চট্টগ্রামের ‘এমপি’ লতিফকে ক্ষুব্ধ জনতার রোষ থেকে বাঁচালেন সেনাসদস্যরা

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে ক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে।

চট্টগ্রামের ‘এমপি’ লতিফকে ক্ষুব্ধ জনতার রোষ থেকে বাঁচালেন সেনাসদস্যরা 1

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি এলাকার মালুম মসজিদে জুমার নামাজ পড়তে যান। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এরপর তাকে এই প্রথম জনসমক্ষে দেখা যায়। জুমার নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গেও হাত মেলান।

জানা গেছে, নামাজ পড়ার আধঘন্টা পর এমএ লতিফ মাদারবাড়ি এলাকায় তার বোনের বাড়িতে যান। খবর পেয়ে বিকেল তিনটার দিকে স্থানীয় জনতা সেই বাড়ির আশেপাশে জড়ো হতে থাকে। এর একপর্যায়ে তারা বাড়িটি ঘেরাও করে ফেলে। এ সময় অনেকে লতিফকে নিয়ে বিভিন্ন ধরনের শ্লোগানও দেন। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের হাতে লতিফকে তুলে দেওয়ার জন্য চাপ দিতে থাকে।

জানা গেছে, এ সময় এমএ লতিফের অনুসারী কিছু লোক ক্ষুব্ধ জনতার ওপর হামলার চেষ্টা করলেও পরে তারা পালিয়ে যায়। লতিফও ওই সময় একদফা পালানোর চেষ্টা করেন।

জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে খবর পেয়ে সেনাসদস্যদের একটি দল মাদারবাড়ির ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তারা ক্ষুব্ধ জনতা সরিয়ে লতিফকে তাদের হেফাজতে নেয়।

সাবেক সংসদ সদস্য লতিফের বিরুদ্ধে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দমন-পীড়নে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm