চট্টগ্রামের এক ল্যাবেই পরীক্ষার দীর্ঘ অপেক্ষায় করোনার দেড় হাজার নমুনা

চট্টগ্রামের করোনা ভাইরাস পরীক্ষার প্রধান ল্যাবে নমুনা জট দিনদিন বেড়েই চলেছে। গত সপ্তাহে যেখানে ১২০০ নমুনা জটের কথা বলা হয়েছিল, সেখানে রোববার (১৮ মে) পর্যন্ত সেটি বেড়ে ১৫০০ হয়েছে বলে জানা গেছে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) সূত্রে।

নমুনা জটের এই ‘ভয়াবহ’ চাপের কারণে বিআইটিআইডিতে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বন্ধ করে দেওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ল্যাবটির প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদ।

চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘আমরা প্রতিদিন ২০০ থেকে ২৫০ নমুনা পরীক্ষা করছি। বিপরীতে নমুনা আসছে প্রায় ৪০০ করে। ফলে নমুনা জট বাড়তে বাড়তে দেড় হাজারের মত হয়ে গেছে। এটা ওভারলোড হয়ে গেছে।’

পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে নমুনা সংগ্রহ বন্ধ করে দেওয়া লাগতে পারে জানিয়ে ডা. শাকিল আহমেদ বলেন, ‘যেভাবে লোড বাড়তেছে আমাকে কয়েকদিন পরে স্যাম্পল কালেকশন বন্ধ করে দিতে হবে। আমি এখন সে পর্যায়ে পৌঁছে গেছি। পরে হয়তো আবার সংগ্রহ শুরু করতে পারবো।’

এই পরিস্থিতিতে করোনাভাইরাস (কোভিড-১৯) এর দৃশ্যমান কোনো উপসর্গ না থাকলে আপাতত নমুনা পরীক্ষা না করানোর পরামর্শও দেন ডা. শাকিল। তিনি বললেন, ‘অনেকে কোন সিম্পটম ছাড়াই নমুনা পরীক্ষা করাচ্ছেন। আমার কথা হচ্ছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে যাদের জ্বর, কাশি, সর্দি নেই তারা নমুনা পরীক্ষা না করালেই এখন ভাল।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!