রিকশা করে স্ত্রী ও দু সন্তানকে নিয়ে ঈদের শপিংয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আবু সালেহ। রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকুনিতে রিকশা থেকে তারা পড়ে যান। এসময় পেছনে থাকা কাভার্ডভ্যানের চাকায় পিতা-পুত্র পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয়েছেন স্ত্রী ও অপরপুত্র।
শনিবার (৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া আবু সালেহের বয়স ২৭। ছেলে আবদুল্লাহ আল সুমিত মাত্র ৯ মাসের শিশু।
ইপিজেড থানার উপপরিদর্শক আবু সাঈদ জানান, ‘ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় হতাহতদের চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত হন আরো দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত দুজনের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক ও অন্যজন শিশু।’
তিনি আরও বলেন, ‘গাড়িটিকে আটক করা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবু সালেহ একজন গার্মেন্টস কর্মী। তিনি পরিবার নিয়ে থাকতেন আকমল আলী রোডের মনির বিল্ডিংয়ে।
তাদের গ্রামের বরঘোনা জেলার বাড়িপাথরঘাটায়।
আইএমই/এমএহক