চট্টগ্রামের ইউসিটিসির শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম-০৬ (বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ)।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদর মাঝে ৩১ দফা, ধানের শীষের শুভেচ্ছা স্মারক এবং ছাত্রদলের অতীত ইতিহাস সম্বলিত বই বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, ছাত্রদল এনামুল হক এনাম।

মতবিনিময়ে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার ছাত্র রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ। স্বাধীন বাংলাদেশে যতবারই গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, ততবারই জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রের পক্ষে সন্মুখ সারিতে অবস্থান নিয়েছে। ৫ আগস্ট অভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে থেকে ছাত্রদলও লড়াই করেছে। ছাত্রদলের চট্টগ্রাম কলেজ শাখার সদস্য শহীদ ওয়াসিম আকরাম দাবি আদায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm