চট্টগ্রামে ক্যামব্রিজ কারিকুলাম ও ইসলামী শিক্ষার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে’ অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ।
শুক্রবার (১৪ জুলাই) চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও মৌলভীপুকুর পাড়ে অবস্থিত আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলে এসব আয়োজন সম্পন্ন হয়।
স্কুলের প্রিন্সিপাল কর্নেল মোহাম্মদ কাশেমের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম।
ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক ও স্থানীয় জনসাধারণ সমাবেশে যোগ দেন।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও বক্তব্য রাখেন। বক্তারা ক্যামব্রিজ ও ইসলামী কারিকুলামের সমন্বয়ে এ ধরনের উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের ডাইরেক্টর জাভীদ আহসান।
সভাপতির ভাষণে প্রিন্সিপাল কর্নেল মোহাম্মদ কাশেম স্কুলের উন্নয়ন ও অগ্রগতিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
আল-হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুল চান্দগাঁওয়ের সুবিশাল নিজস্ব ক্যাম্পাসে চলতি বছর থেকে যাত্রা শুরু করে।