চট্টগ্রামের আবিদের হাতে উঠল ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড

বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৩ উঠেছে দূর্বার তারুণ্যের মুহাম্মদ আবু আবিদের হাতে। সারাদেশ থেকে কয়েক হাজার আবেদন থেকে বাছাই করে এই সম্মাননার জন্য চূড়ান্ত বাছাই করা হয়।

শনিবার (১১ মার্চ) বিকালে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

সম্মাননা অনুষ্ঠানে শাহবাজ মিঞা শোভনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

s alam president – mobile

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি ড. একিউএম মাহবুব, কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশ্বাস মতিউর রহমান বাদশা, দেবাশীষ পাল দেবু, চঞ্চল কর্মকার, কিঙ্কর আহসান।

অনুভূতি প্রকাশ করতে যেয়ে মুহাম্মদ আবু আবিদ বলেন, ‘এটা কোনো অ্যাওয়ার্ড নয়। এটাতো মানুষের দোয়া ও ভালোবাসার স্বীকৃতি। এই স্বীকৃতি শুধু আমাকে নয়, যারা সামাজিক কাজ করেন তাদের সকলকে উদ্ধুদ্ধ করবে। আমাদের সামাজিক সংগঠন দূর্বার তারুণ্যের জন্য এটা অত্যন্ত গর্বের একটা বিষয় যে, দু’বছর কাজ করেই আমরা জাতীয় একটা সম্মাননা পেলাম।’

তিনি আরও বলেন, ‘আমি আমার এই সম্মাননা সেই সকল মা-বাবাদের উৎসর্গ করলাম, যারা নিজেদের কথা চিন্তা না করে, করোনাকালীন সময়ে সন্তানদের সামজিক কাজ করার সুযোগ দিয়েছেন। তারাই আসল যোদ্ধা। ভালোবাসার মায়া বন্ধন ছিন্ন করে সন্তানের মৃত্যু হতে পারে জেনেও যারা নিজের সন্তানকে পাঠিয়েছেন সমাজের মানুষকে সাহায্য করতে, তাদের জন্যই আমার এই সম্মান বিলিয়ে দিলাম।’

Yakub Group

মুহাম্মদ আবু আবিদ চট্টগ্রামের সন্তান। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm