চট্টগ্রামের আদালতে পেঁয়াজের নিলাম, সর্বোচ্চ দর কোতোয়ালীর হকারের

চট্টগ্রাম নগরীর অতিরিক্ত মূখ্য মহানগর হাকিমের আদালতে পেঁয়াজ নিলামে উঠানো হলে ১৭৫ কেজি পেঁয়াজ ৯১ টাকার ধরে নিলামে জিতলেন মাসুম নামে এক হকার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৩ টার পর এই নিলামের আয়োজন করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ করা পেঁয়াজ খোলাবাজারে বিক্রির অভিযোগে নগরীর অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ কেজি পেঁয়াজ জব্দ করা হয়েছিল। এই পেঁয়াজগুলোই নিলামে তোলেন অতিরিক্ত মূখ্য মহানগর হাকিমের আদালত।

জানা যায়, পেঁয়াজের এই নিলামে ১৫ জন অংশ নেন। কেজি ৪৫ টাকা থেকে ডাক পড়া শুরু হয়। দ্বিতীয় সর্বোচ্চ দর গিয়ে দাঁড়ায় ৮৭ টাকা। সর্বোচ্চ ৯১ টাকা দর হেঁকে নিলাম জিতে নিলেন মাসুম।

মাসুম কোতোয়ালী থানার পাথরঘাটা নজুমিয়া লেনে ভাড়া থাকেন। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে।

নিলাম বিজয়ী মাসুম বলেন, ‘আমি কোতোয়ালীর মোড়ে ভ্যানে করে চাল, ডাল, মরিচ, পেঁয়াজ, রসুন ও আদা বিক্রি করি। নিলামে জেতা এইসব পেঁয়াজ বাজারে ১০০ টাকা করে বিক্রি করবো।’

সাকী/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!