অন্য কোনো বিভাগে নয়, চট্টগ্রাম বিভাগের সঙ্গেই থাকতে চায় ফেনীবাসী। এই দাবিতে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে দাবি বাস্তবায়ন কমিটি ‘আমরা ফেনীবাসী’।
বুধবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আমরা ফেনীবাসী’র নেতারা জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।
এর আগে গত মঙ্গলবার রাতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতেও একই দাবিতে স্মারকলিপি দেন কমিটির নেতা-কর্মীরা।
স্মারকলিপি হাতে পেয়ে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানান, তিনি স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়ে দেবেন।
স্মারকলিপিতে ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিভাগে থাকার পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরা হয়। এতে বলা হয়, ফেনীবাসীর সঙ্গে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দীর্ঘদিনের আর্থসামাজিক, সাংস্কৃতিক সম্পর্ক আছে।
এতে আরও বলা হয়, ফেনীর সোনাগাজী উপজেলার একটি অংশ ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি অঞ্চল নিয়ে ফেনীর নদীর তীরে গড়ে তোলা হচ্ছে দেশের সবচেয়ে বড় ইকোনোমিক জোন ‘বঙ্গবন্ধু শিল্পাঞ্চল’। এছাড়া গড়ে উঠতে শুরু করেছে অনেক বড় বড় শিল্পকারখানা। সেখানে কয়েক লাখ মানুষ কাজ করবে। এতে দুই জেলার মেলবন্ধন আরও জোরদার হবে।