চট্টগ্রামে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক ছবি প্রদর্শনী করা হয়েছে। এতে বঙ্গবন্ধুর আর্দশিক বাণী সম্বলিত ৫৫টি ছবি’র প্রদর্শন করা হয়।
শুক্রবার (১২ জুলাই) এ ছবি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। বিশেষ বক্তা ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু।
অ্যালেন অনিক ভট্টাচার্য সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়ে বঙ্গবন্ধু পরিণত হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে। বঙ্গবন্ধুর ভূমিকা ছোট করে দেখাতে ইতিহাস বিকৃতির অনেক অপচেষ্টা হয়েছে। কিন্তু ইতিহাস তার আপন গতিতে উদ্ভাসিত হয়েছে। এজন্য শিশুদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, তাদের গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর আদর্শে।
প্রধান বক্তার হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আদর্শিক বঙ্গবন্ধু, রূপকার বঙ্গবন্ধু, বাংলাদেশের প্রবক্তা বঙ্গবন্ধু—আজকে যাকে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশ গড়তে যে সকল ত্যাগ, নির্যাতন স্বীকার করেছেন, সেসব সংগ্রাম আন্দোলনের চিত্রগুলো বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই প্রদর্শনী প্রশংসার দাবি রাখে।