ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনের একটি বগিতে এসি নষ্ট হয়ে গেছে। এতে প্রচন্ড গরমে বিপাকে পড়েছে শতাধিক যাত্রী। শুধু তাই নয়, কুমিল্লা রেলস্টেশন পার না হতেই এই ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। একদিকে এসি অচল, অন্যদিকে ইঞ্জিন বিকল হওয়ায় তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়েছেন যাত্রীরা।
বুধবার (১ মে) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে আসা ছ নম্বর কোচটিতে (৬৫১৯) কুমিল্লা রেলস্টেশন পার হওয়ার পরপরই এসি বন্ধ হয়ে যায়।
যাত্রীদের অভিযোগ, প্রতিটি আন্তঃনগর ট্রেনে বৈদ্যুতিক সমস্যা সমাধানে ইলেক্ট্রিক মিস্ত্রি থাকার কথা থাকলেও এই সমস্যা সমাধানে পাওয়া যায়নি কাউকে।
চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান জানান, প্রতিটি আন্তঃনগর ট্রেনে বৈদ্যুতিক কর্মী
রয়েছে, তবু কেন এমন হলো তা খোঁজ নিয়ে দেখছি।
জানা যায়, সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে মহানগর প্রভাতী। ট্রেনটি কুমিল্লা রেলস্টেশন ছাড়ার পরপরই ছ নম্বর কোচের এসি বন্ধ হয়ে যায়। লাকসাম স্টেশনের আগে ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই এলাকায় দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।
এই কোচের যাত্রী দোলন রায় চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। অন্যদিকে কোচের এসি বিকল। সব মিলিয়ে এই কোচে থাকা শিশু, বৃদ্ধ, নারীদের অবস্থা শোচনীয়।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান বলেন, ইদানীং যাত্রীদের কাছ থেকে এমন অভিযোগ পাচ্ছি। বিষয়টি দেখভাল করার দায়িত্ব বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (ডিইই) দপ্তরের। তবুও আমি খোঁজ নিয়ে দেখছি।
জেএস/এমএফও