চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপ দিতে কাজ করছে সরকার

‘চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। তাই চট্টগ্রামকে ঘিরে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।’

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় একথা বলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ।

প্রধান অতিথির ব্যক্তব্যে চেম্বার সভাপতি বলেন, ‘সরকার চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে রূপ দিতে একের পর এক মেগা প্রকল্প হাতে নিয়েছে। এরই মধ্যে টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অসংখ্য প্রকল্পের কাছ শেষ করেছে। মাতারবাড়িতে তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর ও অর্থনীতিক হাব। তৈরি করা হচ্ছে বে-টার্মিনাল ও বঙ্গবন্ধু শিল্পনগরী। এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পাল্টে যাবে দেশের অর্থনীতির চিত্র।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম জেলা সভাপতি সালে আহমেদ সুলেমান, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান মুহাম্মদ সেলিম, এসএসটিডি গ্রুপের চেয়ারম্যান মঈণ উদ্দিন চৌধুরী, নিশাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন (নিশাত)।

সংগঠনের আহ্বায়ক মিল্টন দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মো. জাফর উল্লাহ, এমজি রহমান দীপু।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm